২৫জুলাই বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের উপ-নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৫৬২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী অ্যাডভোকেট শফিকুল ইসলাম মটর সাইকেল প্রতীক পেয়েছে ৩হাজার ৭৬২ভোট। এ ছাড়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চাষী আবদুস ছালাম মাষ্টার নৌকা ১ হাজার ৮৫০ ভোট, জাপা মানোনীত রতন আহম্মেদ লিটন লাঙ্গল ৪৮৫ ভোট এবং আসাদুজ্জামান টিটু চশমা ১হাজার ৬১৮ভোট, জাকির হোসেন অটোরিক্্রা ১৭৯ ভোট ও আল মিজান ইবনে মকবুল ঘোড়া ৪৬ ভোট পেয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। এবারে ওই ইউনিয়নে মোট ১৩টি ভোট কেন্দ্রে ২৩হাজার ৩৫ জন ভোটারের মধ্যে ১২হাজার ৫০২জন ভোটাধিকার প্রয়োগ করবেন।