ছেলেধরা গুজবে কান না দেয়ার আহবানে কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক মতবিনিময় সভা করছেন থানার কর্মকর্তা ইনচার্জ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা গুজবে নিরীহ মানুষকে পিটিয়ে হতাহতের ঘটনা ও এইসকল গুজবে কান না দেয়ার অনুরোধ করা হয় মতবিনিময় সভাগুলোতে। সভায় প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ মুুনীর-উল-গীয়াস বলেন, ‘সম্প্রতি দেশের কয়েকটি স্থানে ছেলেধরা গুজবে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ছেলেধরা গুজবে কান না দিয়ে সচেতন হওয়া জরুরী। এসকল বিষয়ে কোন ঘটনার অবতারণা বরদাশত করা হবে না। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন- ‘গুজবে কান দিয়ে আইন নিজ হাতে তুলে নিলে তার বা তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। ছেলেধরা গুজবে কান না দিয়ে এ-সংক্রান্ত কোন তথ্য পেলে তাৎক্ষনিক পুলিশকে খবর দেয়ার আহবান জানান ওসি মুনীর। সম্প্রতি উপজেলার কাজীরহাট গালর্স হাইস্কুলে অনুষ্ঠিত সভায় স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি ও ৮নং কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হামিদ সরদারের সভাপতিত্বে প্রধান শিক্ষক শামছুল হকসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শিক্ষক শাহরিয়ার সুমন। এদিকে, উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে অনুরূপ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া প্রচারমাইক, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ‘গুজবে কান না দেয়ার আহবান’ জানানো হয়েছে কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে।