কুড়িগ্রামের চিলমারীতে গত কাল বৃহস্পতিবার বিকেলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এ সময় শিশু খাদ্যসহ বর্ন্যাতদের মাঝে ১হাজার প্যাকেজ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যার পানিতে মৃত্যু ৬পরিবারকেও নগদ ২০হাজার টাকা করে বিতরণ করা হয়। বিতরণকালে প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমরা দুঃখী মানুষের পাশে দাড়াতে চাই। ৩ মাসের ভিজিএফ, শিঘ্রই ২৩টি মুজিব কেল্লা, ১৯টি আশ্রায়ন কেন্দ্র ও ১টি টেকসই বাঁধ নির্মাণ করা হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা-১ আসনের সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা আহমেদ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, জেলা প্রশাসক, সুলতানা পারভীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকার প্রমুখ। উল্লেখ্য, এমপি সেলিনা আহমেদ চিলমারী বন্যাদুর্গত মানুষের জন্য ২লক্ষ টাকা ব্যক্তিগতভাবে প্রদান করেন।