মাথাকাটা-ছেলেধরা বলে জনসাধারণের মধ্যে যারা সর্বত্র ভয় আর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে বা দিচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে। কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ছেলে ধরা সংক্রান্ত গুজব ও গনপিটুনি প্রতিরোধে সংবাদ সম্মেলন করে একথা বলেন। ছেলেধরা গুজবে কান না দেয়া ও আইন নিজের হাতে তুলে নিয়ে গনপিটুনির মতো কাজ না করার আহবান জানান পুলিশ সুপার। তিনি বলেন, স্যোশাল মিডিয়ায় কেউ গুজব ছড়ালে তাৎক্ষণিক কেউ বিশ্বাস করে তা শেয়ার দেবেন না। না জেনে, না শুনে এবং চেক না করে গুজব শেয়ার দিলে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। পুলিশ সুপার বলেন. পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে একটি গুজব ছড়ানো হচ্ছে। বিভিন্ন স্থাানে গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার মাধ্যমে অস্থিাতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এটি শুধুমাত্র গুজব, এ নিয়ে বিভ্রান্ত হবেন না। পুলিশ সুপার বলেন, গুজব ছড়িয়ে এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ। গণপিটুনির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে ছেলেধরা সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে সংবাদ দিন এবং গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন। পাশাপাশি তিনি এলাকার মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসী, জঙ্গি ও ছিনতাইকারী সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহবান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, একটি কুচক্রিমহল দেশের সার্বিক উন্নয়নকে ব্যাহত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে সচেতনতা ও জনগণকে সজাগ থাকতে হবে। গুজব ঠেকাতে কিশোরগঞ্জ জেলার প্রতিটি এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টারিং করা হচ্ছে। পুলিশ সুপার বলেন, আসুন আমরা সকলে মিলে সচেতন হই, গুজব ছড়ানো ও গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিাত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ সাহা, মিজানুর রহমান প্রমুখ। এ সময় জেলায় কর্মরত সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিাত ছিলেন।