নাগেশ্বরীতে দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চার রোহিঙ্গা নারীকে জন্ম সনদ দেয়ায় ১৬ জুলাই উপজেলার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকু এবং নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমানকে সাময়িক বরখাস্ত করার একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মঙ্গলবার এ-সংক্রান্ত একটি চিঠি পেয়ে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান। কুড়িগ্রাম জেলা প্রশাসক ১০ দিনের মধ্যে ওই ২ ইউপি চেয়ারম্যানকে জবাব দিতেও নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
প্রজ্ঞাপনে বলা হয় নাগেশ্বরী উপজেলার ৬ নং সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকু এবং ১২ নং সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন বিধিমালা ২০১৮ এর বিধি ৯ ও ১০ ধারা প্রতিপালন না করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন কুতুপালং শরনার্থী শিবিরে রোহিঙ্গা শরনার্থীদের জন্মসনদ প্রদান করেন। ওই ২ ইউপি চেয়ারম্যান সরকারি আদেশ অমান্য করে তাদের হাতে ইউপি ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোন থেকে সমিচীন নয় বলে সরকার মনে করেন। তাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা যায় রোহিঙ্গা নারী ফাতেমা খাতুন (২৬) মিম খাতুন (২৫) আলেয়া খাতুন (২৬) এবং নুড়িকা খাতুন (২৫) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী আরিফা খাতুনের আত্মীয় পরিচয়ে ওই ২ ইউনিয়নের জন্মসনদ নেন। চলতি বছরের ৩ এপ্রিল তারা মালয়শিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করতে কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে গেলে সহযোগী আরিফাখাতুনসহ আটক হন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান বলেন, আগামি রোববার বিষয়টি সমাধান হতে পারে। সমাধান হলে তারা পুণরায় দায়িত্বভার পাবেন।