কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুলে গলাকাটা ছেলেধরা গুজব প্রতিরোধে সচেতনতাসভা করেছে ওসি। পদ্মাসেতুতে মানুষের মাথার প্রয়োজনে গলাকাটা ছেলেধরার গুজব রুখতে এবং গুজব ছড়াতে সতর্ক থাকতে শিক্ষার্থীদের এসেম্বলির সময় এ বিষয়ে আলোচনা করেন নাগেশ্বরী থানার কর্মকর্তা ইনচার্জ রওশন কবীর। বৃহঃপতিবার সকালে প্রধান শিক্ষক কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, শিক্ষক জহুরুল হক সদ্দিকী, আবদুল কাদের, আবদুর রশিদ প্রমুখ।