বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলার ৪ টি ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মৃত্যুজনিত কারণে শূন্য হওয়ায় এই ৪ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন অফিস জানায়, মুরইল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে সোহাগ ফকির (মোরগ) প্রতীকে ৮৫৯ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনিছার রহমান (টিউবওয়েবল) প্রতীকে ৫১১ ভোট ও রাব্বি প্রামানিক (ফুটবল) প্রতীক নিয়ে ৪৪০ ভোট পেয়ে পরাজিত হন। এই ওয়ার্ডে ইভিএমে ভোট নেওয়া হয়।
কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে মোশারফ হোসেন (তালা) প্রতীকে ১০৬৫ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুস সাত্তার (মোরগ) ৫৬১ ভোট ও কছির উদ্দিন (ফুটবল) প্রতীক নিয়ে ২৮৯ ভোট পেয়ে পরাজিত হন।
পাইকর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় শিক্ষক (অব:) সোলাইমান আলী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কোরবান আলী (ফুটবল) প্রতীকে ৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফেরদৌস আলম (তালা) প্রতীকে ৫৯২ ভোট, এনামুল হক (মোরগ) প্রতীকে ৩৯ ভোট, মো. ফারুক হোসেন (টিউবওয়েল) প্রতীকে ৪২০ ভোট ও মোছা. শাহেরা বিবি (বৈদুতিক পাখা) প্রতীক নিয়ে ৫৩৭ ভোট পেয়ে পরাজিত হন।