নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে পারভিন খাতুন (বক প্রতীক) ৬৩৬ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুবিতা কিস্কু (তালগাছ প্রতীক) পেয়েছেন ৫৩৩ ভোট। বৃহস্পতিবার ওয়ার্ড গুলির ৩কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করে ভোট গণনা শেষে বে-সরকারী ভাবে এ ফলাফল ঘোষনা করা হয়। সংরক্ষিত মহিলা ওয়ার্ডটিতে ভোটার সংখ্যা ৪হাজার ২১৩জন। এর মধ্যে ১হাজার ১৬৯জন তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। উল্লেখ্য সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মৃত্যুতে সেখানে শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়।