পদ্মা সেতুর কাজ শেষ করতে জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজব ছড়িয়ে ছেলে ধরার নামে গণপিটুনিতে নিরিহ মানুষকে হত্যা ও আহত করার ঘটনায় পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনি।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে “ছেলে ধরা” গুজব প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসুচীর আলোকে আলোচনা সভা ও লিফলেট বিতরন করা হয়।
আলোচনা সভা শুরুর আগে লালমনিরহাট সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহফুজ আলম ইউনিয়নের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে লিফলেট বিতরণ করেন। আলোচনা সভায় তিনি বলেন, এ ধরনের গুজব থেকে সবাইকে নিবৃত থাকার আহবান জানিয়ে ও গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গনপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ জানান। একই সাথে গুজব ছড়িয়ে যারা দেশে অস্থিতিশীলতা পরিবেশ তৈরী করে রাষ্ট্র বিরোধী কাজ ও গণপিটুনি দিয়ে হত্যা ঘটানোর মত ফৌজদারি অপরাধ করছেন তাদেরকে ধরতে পুলিশ মাঠে নেমেছেন। তাই এ ধরনের গুজব ছড়ানোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও ৯৯৯ নম্বরে জরুরী কল করার পরামর্শ দেন ওসি মাহফুজ আলম।