বিরলে জমি-জমা সংক্রান্ত সংঘর্ষে ৩ সহদর গুরুত্বর আহত হয়েছে। আহতরা বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ভান্ডারা ইউপি’র ভান্ডারা গ্রামের মৃত মনমোহন চন্দ্র সরকারের পুত্র জয়রাম চন্দ্র সরাকার (৪৬) ও তাঁর ২ ভাই পতিরাম চন্দ্র সরকার (৩৫) এবং প্রশান্ত চন্দ্র সরকার (২৮) এর আবাদীয় ফসলী সম্পত্তিতে প্রতিপক্ষ একই গ্রামের মৃত দলিল চন্দ্র সরকারের পুত্র আনন্দ চন্দ্র সরকার (৩৮)সহ তাঁর লোকজন জোড়পূর্বক হাল চাষ করলে ৩ সহদর তাতে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আনন্দ চন্দ্র সরকারসহ তাঁর লোকজন ৩ সহদরকে মারপিট করে। পরে স্থানীয়রা এসে আহত ৩ সহদরকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।