দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ আবু সায়েম এর দিক-নির্দেশনায় গণসচেতনতামূলক সভা ও লিপলেট বিতরণ অব্যাহত রেখেছে বিরল থানা পুলিশ। বিরল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে পুলিশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন এলাকায় গত ২ দিন ধরে “গুজবকে না বলুন” শীর্ষক গণসচেতনতামূলক সভা, মাইকিং ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার সকালে জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে এবং বিরল থানা পুলিশের সহযোগিতায় কালিয়াগঞ্জ বাজারে গণসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন, জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রুস্তম আলী। তিনি বলেন, ছেলেধরাসহ যে কোন গুজবে আপনারা কান দিবেন না। সন্দেহভাজন কোন কিছু মনে হলে পুলিশকে ৯৯৯ নম্বরসহ নিকটস্থ থানা ও পুলিশ তদন্ত কেন্দ্রে সাথে সাথে জানাবেন। পুলিশ সার্বক্ষনিক আপনাদের পাশে আছে। পরে গোটা বাজার ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ধর্মপুর ইউপি চেয়ারম্যান সাবুল চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।