পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান বলেন দেশে সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌন নিপীড়ন রোধ করে এই সমাজে স্থিতিশীল অবস্থা সৃষ্টির দায়িত্ব প্রতিটি তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী,অভিভাবকসহ সকলের। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, ব্যর্থতায় নিরাশ না হয়ে সফলতা না পাওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলার মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। অভিভাবক, শিক্ষকদের উপদেশ পালনের মাধ্যমে নিজেকে মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে সমাজের উন্নয়নে অংশীদার হতে হবে। এই বাংলাদেশকে বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে এবং শহর ও গ্রামের যে বৈষম্য দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের পুলিশে যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও যৌন নিপীড়ন প্রতিরোধ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি এজন্য সবাই নারী নির্যাতন ও যৌন নিপীড়ন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদের সভাপতিত্বে ও শরীল চর্চা শিক্ষক আলমগীর হোসেন, বাংলা প্রভাষক তৈয়বুর রহমান তানিমের যৌথ সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মোঃ মাহবুর হোসেন, সদর থানার ওসি শহীদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক শাহ আবু নাসের। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক রামানুজ রায় সাজু, নোয়াজ উদ্দিন, শুভঙ্কর তালুকদার মান্না, শেখ আলমগীর রাকিব, যৌন নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও প্রভাষক শেখ ফারজানা সুমা, জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন চৌধুরী,ট্রাফিক পুলিশের কর্মকর্তা ইনচার্জ মোঃ সামছুল ইসলাম ও ডিআইও টু মোঃ আবদুল লতিফ তরফদার প্রমুখ।