বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া নূরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইলয়াছ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, নিরাপদ সড়ক চাই, জেলা কৃষক লীগের সহসভাপতি রোকনুজ্জামান খান, বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক আলী আকবর টুটুল, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আবু সাইদ, সদস্য শওকাত আলী বাবু, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম।
বক্তারা বলেন, জীবনের প্রয়োজনে সুন্দর পৃথিবী গড়তে আমাদের সৎ জীবন যাপন করতে হবে। জীবনে সতত্যার বিকল্প নেই। অসৎ পথে টাকা আয় করলে সামান্য সময়ের জন্য হয়ত সুখী হওয়া যায়। কিন্তু সারাজীবন সুখী থাকতে শিক্ষার্থীদের সৎ হওয়ার আহবান জানান বক্তারা।