বাগেরহাটে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যারোধে প্রেসব্রিফিং করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, জেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যারোধে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা পুলিশ কাজ করছে। এর মধ্যে ৯ উপজেলার ৭৫ ইউনিয়নে সচেতনতামূলক মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সচেতনতামূলকসভা করা হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমেও জন-সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে ফেষ্টুন, ব্যানার টানানো হয়েছে। ইমাম ও মাদরাসা শিক্ষকদের মাধ্যমেও প্রচার প্রচারনা চালানো হচ্ছে। এ ছাড়া জরুরী প্রয়োজনে স্থানীয় থানা বা ৯৯৯ নম্বরে মোবাইল করার পরামর্শ দেন পুলিশের এ কর্মকর্তা।