দিনাজপুরের বীরগঞ্জে দিনাজপুর জেলা পরিষদ এর ৬নং ওয়ার্ড (বীরগঞ্জ) এলাকার সদস্য পদে উপ-নিবাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে ওই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।এতে ৯নং সাতোর ইউনিয়নের ইউপি সদস্য (পদত্যগকৃত) মোঃ আতাউর রহমান (টিউবয়েল প্রতীক) নিয়ে ৫৭ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি হিসাবে দেলওয়ার হসেন আবু (বৈদ্যুতিক পাখা প্রতীক) ৩৩ ও উপজেলা ছাত্রলীগ অআহব্বায়ক রোকনুজ্জামান বিপ্লব (তালা তীক) ১৫ ভোট পেয়েছেন। অপরদিকে হাফিজুর রহমান (অটোরিস্কা প্রতীক) ১টিও ভোট পাননি।
উপজেলা চেয়ারম্যন, ভাইস চেয়ারম্যন, মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন, ইউপি সদস্য সহ মোট ১০৬ জন ভোটারের মধ্যে ১০৫ জন ভোটার উপস্খিত হয়ে তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, জেলা পরিষদ সদস্য বীরগঞ্জ উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুর ইসলাম নুর পদত্যগ করে সম্প্রতি মেয়র পদের উপ-নিবাচনে আ'লীগের প্রাথী হয়ে অংশগ্রহণ করে পরাজিত হওয়ায় এই উপ-নির্বাচন আনুষ্ঠিত হলো।