জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন চলাকালীন সময় বৃহস্পতিবার দুপুরে একটি মসজিদের ভেতর থেকে ধারালো অস্ত্রসহ নয় যুবককে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।
আটককৃতরা হলো-মেহেদী হোসেন, মাইনুল ইসলাম, মাহাদী হাসান সোয়েব, সাকিব হোসেন, আকাশ হাওলাদার, রুবেল খন্দকার, শিপন হাওলাদার, হাসান আকন ও মৃদুল ইসলাম। যাদের বেশিরভাগই বরিশাল সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এর আগে সকালে ওই ওয়ার্ডের প্রতিদ্বন্ধী প্রার্থী ফিরোজ আলম রনির চাচাতো ভাই নজরুল ইসলামকে কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা। প্রতক্ষদর্শীরা জানান, এর পরপরই র্যাবের একটি টিম অভিযান চালিয়ে ওই ওয়ার্ডের একটি মসজিদের ভিতরে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটাসহ অবস্থান করা নয় যুবককে আটক করে। সূত্রে আরও জানা গেছে, আটককৃতরা এক প্রার্থীর পক্ষে ভাড়াটিয়া হিসেবে ওই এলাকায় অবস্থান করছিলো। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।