ভাগ্যবদলের আশায় বিদেশ পাড়ি দিয়েও মানব পাচারকারীদের খপ্পরে পরে দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুতে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থেকে নিঃস্ব হয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন জেলার উজিরপুর উপজেলার ১৩ জন যুবক। প্রবাসে তাদের ওপর অমানুষিক নির্যাতনের বর্ননা করতে গিয়ে এখনও তারা ভয়ে আঁতকে ওঠেন।
প্রায় দেড় বছর প্রবাসে শারিরীক নির্যাতনের স্বীকার হয়ে ওই ১৩ যুবক আন্তর্জাতিক মানবধিকার সংস্থার হস্তক্ষেপে দেশে ফিরে আসলেও বর্তমানে তারা চরম অর্থকষ্টে পরিবার পরিজন নিয়ে অর্ধহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছেন। বৃহস্পতিবার সকালে উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চুর সাথে দেখা করে প্রবাসে তাদের উপর নির্যাতনের বর্ননা দিতে গিয়ে সকলেই অঝড়ে কান্নায় ভেঙ্গে পরেন।
জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মানবপাচারকারীর মুলহোতা হারুন হাওলাদারের পুত্র জসিম হাওলাদার ও তার শ্বশুর কাজী শামসুর রহমান মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে এলাকা ছেড়ে গাঁ ঢাকা দিয়েছে। জসিম হাওলাদারের স্ত্রী জ্যোতি বেগম প্রবাসে লোক পাঠিয়ে প্রতারনার ঘটনায় দায়ের করা মামলায় কারাভোগ করছেন।
প্রতারিত হয়ে দেশে ফিরে আসা যুবকদের ওপর ভানুয়াতু বসে জসিম ও তার সহযোগিদের নির্মম নির্যাতনের ঘটনা সিনেমার গল্প কাহিনীকেও হার মানিয়েছে। প্রতারিত যুবক উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের জিয়াউল খান কান্নাজড়িতকন্ঠে বলেন, এখন আমরা কি করবো। বাবার যা ছিলো সব দালাল নামক প্রতারক জসিমের স্বজনরা হাতিয়ে নিয়ে আমাকে পথে বসিয়েছে।
একই গ্রামের সজল জমাদ্দার বলেন, গত কয়েক বছর ধরে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের হারুন হাওলাদারের পুত্র জসিম হাওলাদার ইউরোপ রাষ্ট্রে নেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকার ১০৩ জন যুবককে দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুতে নিয়ে আটক করে রেখেছেন। এরপর জসিমের শ্বশুর মুলাদী উপজেলা সদরের বাসিন্দা কাজী শামসুর রহমান ও জসিমের স্ত্রী জ্যোতি বেগমের মাধ্যমে জেলার উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলা থেকে নেয়া যুবকদের স্বজনদের কাছ থেকে একাধিকবার মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। একপর্যায়ে ভানুয়াতুতে আটক বাংলাদেশীরা প্রতিবাদ শুরু করলে জসিম তার সহযোগিদের নিয়ে আটক যুবকদের অমানবিক নির্যাতন শুরু করে। অনাহারে দিনকাটিয়ে তারা ১০জন পালিয়ে ওই দেশের পুলিশের হেফাজতে গিয়ে তাদের ওপর নির্মম নির্যাতনের কথা তুলে ধরেন। পরবর্তীতে আর্ন্তজাতিক মানবধিকার সংস্থা আটক বাংলাদেশীদের উদ্ধার করে দেশে পাঠিয়ে দেয়।
অতিসম্প্রতি দেশে ফিরেছেন উজিরপুরের জয়শ্রী গ্রামের মোফাজ্জেল হাওলাদার, আমির হোসেন হাওলাদার, ইমরান খান। শিকারপুর গ্রামের সজল জমাদ্দার জিয়াউল খান। ইচলাদী গ্রামের ফারুক হোসেন। ভরসাকাঠী গ্রামের সাইফুল সিকদার। উজিরপুর সদরের আমিনুল ইসলাম ও ইব্রাহীম ঢালী। মুগাকাঠী গ্রামের ফরহাদ হোসেন এবং হস্তিশুন্ড গ্রামের সরোয়ার হোসেন।
প্রতারনার স্বীকার উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন অসহায় যুবক তাদের ওপর চালানো অমানুষিক নির্যাতনের সঠিক বিচার ও প্রতারক চক্রের হাতিয়ে নেয়া অর্থ ফেরত পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।