লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের ডোরা নদী থেকে দুই গৃহবধূ’র মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই দুই মহিলার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
নিহতরা হলেন- আরাজি দেওডোবা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোহছেনা বেগম ও আনছার আলীর স্ত্রী রহিমা বেগম। তারা সস্পর্কে একে অপরের জা।
আদিতমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাজমুল হক জানান, বুধবার দুপুরে বৃষ্টির কারণে মোহছেনা বেগম ও রহিমা বেগম ছাগলের খাদ্য হিসেবে পাট গাছের পাতা সংগ্রহ করতে পাশের ডোরা নদী পাড়ি দিয়ে ওপারে যান। এরপর থেকে তারা নিখোঁজ হন। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর না পেয়ে ওই নালার ¯্রােতে ভেসে গেছেন বলে ধারণা করে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল তদন্ত করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলকে আসতে বলে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ওই দুই গৃহবধূ’র মরদেহ উদ্ধার করে ডুবরি দলের সদস্যরা। পরে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।