দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেছেন, যারা এলাকায় বিশূঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। পদ্মাসেতু যারা চায় না, তারাই শিশুবলি ও ছেলেধরা গুজব ছড়াচ্ছে। দেশব্যাপী ছেলেধরার গুজব ছড়িয়ে অনেক নিরীহ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এগুলো সবই হত্যাকান্ড। যারা এ কাজগুলো করছে, তারা সবাই হত্যাকান্ডের সাথে জড়িত। সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে। তাই কোন গুজবে কান দিয়ে আইন নিজ হাতে তুলে নিবেন না। বৃহস্পতিবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলার দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুল, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া এস.এস মাধ্যমিক বিদ্যালয় ও পারুলিয়া বালিকা বিদ্যালয়ে দেশব্যাপী ছেলেধরা গুজবের বিরুদ্ধে শিক্ষার্থীসহ সকলকে সচতেন করার লক্ষ্যে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা এ আহবান জানান। ওসি কাউকে দেখে ছেলেধরা সন্দেহ হলে তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করেন। দেবহাটা থানার এসআই মুনিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময়কালে দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই রকেট, এসআই লিটন কুমার সাহা, এসআই মোস্তাফিজুর রহমান, দেবহাটা থানার সেকেন্ড কর্মকর্তা প্রদীপ রায়, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, এএসআই রশিদসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। ওসি এ সময় সকলকে কারো চলাফেরার প্রতি সন্দেহ হলে সাথে সাথে থানা পুলিশকে ফোন দিতে অথবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার জন্য আহবান জানান।