নীলফামারীতে তিস্তার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলে গত বুধবার রাতে ওই পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। ওই পয়েন্টে নদীর পানির বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, গত বুধবার সকালে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে রাত ৯টায় ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গত ১১ জুলাই তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। ১৩ জুলাই বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে চলতি বর্ষা মৌসুমে তিস্তাপাড়ে প্রথম দফার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর ১৫ জুলাই পর্যন্ত বিপদসীমা বরাবরে পানি প্রবাহিত হয়ে ১৬ জুলাই বিপদসীমার নিচে নামে। ২২ জুলাই আবারও পানি বেড়ে বিপদসীমা বরাবর প্রবাহিত হয়ে ২৩ জুলাই বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচে নামে। গত বুধবার সকাল থেকে আবারও পানি বাড়তে থাকলে জেলার তিস্তা নদীবেষ্টিত প্রায় ১৫টি গ্রাম দ্বিতীয় দফায় বন্যাকবলিত হয়ে পড়ে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, উজানের ঢলে গত বুধবার সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে রাত ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর বৃহস্পতিবার পানি কমে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ব্যারাজের সবক'টি গেট খুলে রেখে সতর্কাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড।