বরিশালের উজিরপুর উপজেলা সদরে দক্ষিণ শিকারপুর গ্রামে এক পুলিশ সদস্যের সালাম খান ঘরে মঙ্গলবার দিবাগত রাতে পরিবারের সবাইকে হাত-মুখ বেঁধে মারধর করে অস্ত্রের মুখে জিম্মিকরে বাসা থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কর ডাকাতরা নিয়েযায়।এসময় ডাকাতদের হামলায় আহত হয়ন পুলিশ সদস্যের সালাম খান এর স্ত্রী জাহানার বেগম (৪৫), ছেলে আরিফ (২৫), বৃদ্ধা শ্বাশুড়ী ফুলবানু (৭০), ভাতিজা সিয়াম (১৩)। চিৎকাশুনে প্রতিবেশি মহিউদ্দিন খান (৩৮) ছুটে গেলে ডাকাতরা তাকেও পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতদের মধ্যে মহিউদ্দিন উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরয়েছে। বাকিরা প্রথমিক চিকিৎসা নিয়েছে।
পুলিশ সদস্য সালামের স্ত্রী জাহানার বেগম জানান, চাকরির সুবাদে আমার স্বামী ঝালকাঠি সদর থানায় কর্মরত রয়েছেন। বাসায় বৃদ্ধ মা ফুলবানু, ছেলে আরিফ ও ভাতিজা সিয়াম’কে নিয়ে থাকি। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত দেড়টার দিকে ৫-৬ জনের একটি দল ভবনের লোহার গেটের তালা ও বাসার মূল দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে সাবইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখবেধে ঘরের সবকিছু লুটপাট চালিয়ে নিয়ে যায়।
পুলিশ সদস্যর ছেলে আরিফ খান জানান, ডাকাতদের মুখে কাপড় দিয়েই বাধা ছিলো। আমার(আরিফের ) হাত ও মুখ বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে, আমার মা ও নানীর সাথে থাকা স্বর্নালংকার লুট করে নেয়। তিনটি মোবাইল ফোন, নগদ টাকা ও তার ব্যবহৃত মোটরসাইকেলের চাবিসহ মূল্যবান মালামাল লুটে নেয় ডাকাতরা। ডাকাতরা আমাদের সকলকে মারধর করে।
প্রতিবেশী মহিউদ্দিন জানান, রাত আনুমানিক পৌনে ২ টার দিকে চিৎকারের শব্দ শুনে ভাবতেছিলা কেউ অসুস্থ হয়ে পড়েছে ভেবে এগিয়ে যাই। বাসার সামনে পৌঁছে সালামের ছেলে আরিফকে ডাক দিতেই ডাকাতরা আমার উপর হামলা চালয়। দৌড়ে পালিয়ে নিজের জীবন রক্ষা কারি।
বাড়ির মালিক পুলিশ সদস্য সালাম খান সাংবাকিদের জানান, ডাকাতির বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উজিরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রব ও অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনা স্থল ওই রাতেই পরিদর্শন করেছেন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল বলেন, একটি ঘটনা ঘটেছে শুনেছি। কিন্তু ওই পরিবার থেকে কোন অভিযোগ করতে রাজিনা। আভিযোগ করলে আমি আইন-আনুগ ব্যবস্থা নিবো।