শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে ওপেনার তামিম ইকবালের। স্বাভাবিকভাবে নতুন দায়িত্ব পেলে সবার মধ্যে বাড়তি আনন্দ কাজ করে। কিন্তু টাইগার এই ওপেনার জানালেন, বিষয়টি নিয়ে মোটেও বাড়তি উদ্দীপনা নেই তাঁর। টিম ম্যানেজমেন্ট যে দায়িত্ব দিয়েছে, ৩০ বছর বয়সী এই ক্রিকেটার তা ঠিকভাবে পালন করতে চান।
এর আগে বাংলাদেশ দলকে তামিম একবারই নেতৃত্ব দিয়েছিলেন। সেটা ছিল ২০১৭ সালের ক্রাইস্টচার্চ টেস্টে। নিয়মিত টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আঙুলের চোটে খেলতে পারেননি সেই টেস্ট। এবারও একই ঘটনা। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগ মুহূর্তে চোটে পড়েন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চোটের কারণে অধিনায়কের ছিটকে পড়ায় নেতৃত্বের ভার এসে পড়ে তামিমের কাঁধে।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম। জানালেন, নতুন দায়িত্ব নিয়ে নিজের অনুভূতির কথা।
তামিমের কথায়, ‘সত্যি কথা বলতে, অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে অভিষেক হচ্ছে, এ রকম কোনো চিন্তা করছি না। শুনতে ভালো লাগছে যে অধিনায়ক হিসেবে অভিষেক হবে। আসলে একজন অধিনায়কের তখনই ভালো লাগবে, যখন দল জিতবে। যদি কাল জিততে পারি, তাহলেই অধিনায়ক হিসেবে সার্থকতা আসবে। আপনার দলের বাকি ১০ জন কেমন পারফরম্যান্স করবে, সেটার ওপরই নির্ভর করবে আপনি অধিনায়ক হিসেবে কেমন। কী হচ্ছে, না হচ্ছে—সেটা নিয়ে আমি ভাবছি না। কীভাবে দলের জন্য অবদান রাখা যায়, সেটাই এখন মূল বিষয়। যেটা আমার কাজ, সেটাই আমি করতে চাই। বোর্ড আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেটা আমি আমার ক্রিকেটারদের নিয়ে পূরণ করার চেষ্টা করব।’
হতাশাময় বিশ্বকাপ ভুলে সিরিজটি জেতার জন্য মুখিয়ে আছে দুই দলই। সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা র্যাঙ্কিংয়ের বিচারে এগিয়ে আছে বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে লঙ্কানরাও যে ছেড়ে কথা বলবে না, সেটাও জানিয়ে রাখলেন অধিনায়ক তামিম।
শ্রীলঙ্কাকে সমীহ করে তামিম বলেন, ‘আসলে ১১ জন ক্রিকেটার যখন মাঠে নামেন, তখন তাদের মাথায় মাঠের বাইরের কোনো বিষয় থাকে না। এমনকি শেষ ম্যাচ খেলতে যাওয়া লাসিথ মালিঙ্গার মাথায়ও কিছু থাকবে না। ওরা চেষ্টা করবে, কীভাবে আমাদের হারানো যায়। আমাদেরও একই চেষ্টা। সিরিজ জয় করা। আর জিততে হলে অবশ্যই সবকিছু ঠিকঠাক করতে হবে। অবশ্যই প্রথম বল থেকেই ভালো শুরু করতে হবে। যদি শুরুটা ভালো করতে পারি, তাহলে ম্যাচ বের করা সম্ভব।’
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। পুরো সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মাছরাঙা টিভি ও গাজী টিভি (জিটিভি)।