এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের বিরুদ্ধে মুনিরিয়া যুব তবলীগ কর্তৃক দায়ের করা সব মামলা প্রত্যাহার ও তাঁর উপর হামলাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে এক মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ওই মানববন্ধন পালিত হয়। এ সময় আইনজীবীরা তাঁদের বক্তব্যে বলেন, রাউজানের কাগতিয়ার ভ- পীর মুনিরুল্লাহ অবৈধভাবে অর্জিত হাজার হাজার কোটি টাকা এবং সন্ত্রাসীদের ব্যবহার করে, আইন-কানুনকে তোয়াক্কা না করে বহু বছর ধরে নিরীহ ওলামা-মাশায়েখ, ওয়ায়েজ-বক্তা, মুক্তিযোদ্ধাসহ প্রতিপক্ষ বিবেচনা করে যখন তখন যাকে তাকে হামলা ও মারপিট করে যাচ্ছে। ইতোপূর্বে মুনিরুল্লাহর নির্দেশে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে কিশোর নঈমুদ্দিন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাড রফিকুল আলমের সভাপতিত্বে এবং এড. ফয়েজ উদ্দিন চৌধুরী ও অ্যাড রাশেদুল আলমের সঞ্চালনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, অ্যাড কাজী নাজমুল হক, অ্যাড মোক্তার হোসেন, এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, অ্যাড অহিদুল্লাহ্, অ্যাড লিয়াকত আলী, অ্যাড শহীদুল আলম, অ্যাড সন্জীবন চৌধুরী, অ্যাড সমীর, অ্যাড মেসবাহ উদ্দিন জুয়েল, অ্যাড তরুন কিশোর দেব, অ্যাড জিয়াউদ্দিন মাহমুদ, অ্যাড দিদারে আলম, অ্যাড জুবাইদা সরোয়ার নিপা, অ্যাড দীপক, অ্যাড মুজাম্মেল হক ফারুকি, অ্যাড রাকিবুল আলম, অ্যাড হাবিবুল্লাহ্ রুমি, এড. রাকিব মিনার, সৈয়দ মোতাহের হোসেন রাসিফ ও প্রতীক বড়-য়া প্রমুখ।