কুড়িগ্রারের রাজিবপুরে বন্যার পানি নামতে, না নামতেই আবার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাউবি জানিয়েছে,গত ২৪ ঘন্টায় চিলমারী পয়েন্টে ২৪ সেমি.পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩৫ সেমি’র উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যার পানিতে ডুবে রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের শিবের ডাঙ্গী গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র আল-আমিন (আড়াই বছর) মারা গেছে বলে ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল জানিয়েছেন। আবারও বন্যার পানি বৃদ্ধি দেখে রাজিবপুর বাসী মহা আতংকের মধ্যে দিনানিপাত করছে। চরের মানুষ গুলো গবাদী পশু নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেও আতঙ্কে ফিরে আসছেন পূর্বের আশ্রয়ে। টানা ২ সপ্তাহ ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়া শোনায় ক্ষতি হচ্ছে। এখনও ৯০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে হাবু-ডুবু খাচ্ছে। আগামি ঈদুল আযহার পরে ছাড়া ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু করা সম্ভব হবে না বলে এলাকাবাসী মনে করছেন।