চট্টগ্রাম বন্দরে একের পর এক মদ এবং বিয়ার ধরা পড়ছে। জাহাজ ভর্তি মদ ও বিয়ার ধরা পড়ায় কাস্টমস কর্মকর্তারা মদের খনি হিসেবেও আখ্যায়িত করেছেন। হতবাক হচ্ছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। তবে এসব মদ আমদানির সাথে জড়িত রাগববোয়ালরা বরাবরেই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ গত ২৩জুলাই চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ একটি জাহাজে অভিযান চালিয়ে ওভার সাইটে খালাস করা বিপুল পরিমাণ মাদক জব্দ করেন। বন্দরের তিন নম্বর জেটিতে বার্থিং নেওয়া চীন থেকে আসা জাহাজটি থেকে ইতোমধ্যে এক লাইটারেজ জাহাজ এবং একটি বার্জ বোঝাই মদ এবং বিয়ারের কার্টন নিয়ে যাওয়া হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ ওই দুটি জাহাজ জব্দ করারও নির্দেশ দিয়েছেন। ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা দিয়ে আমদানি করা চালানটির মধ্যে কাস্টমসের হাতে প্রাথমিকভাবে ধরা পড়া ১৭টি বিশালাকৃতির কার্টনের মধ্যে শুধুমাত্র একটিতে যন্ত্রপাতি পাওয়া গেছে। বাকি ১৬টিতেই মদ এবং বিয়ারের ওই বিশাল ভান্ডার পাওয়া গেছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে আমদানিকৃত চালানটি খালাসের দায়িত্ব পালনকারী সিঅ্যান্ডএফ এজেন্ট এবং পরিবহনের দায়িত্বে থাকা বার্জ মালিক একই ব্যক্তি। এর আগে মেশিনারির আড়ালে এই বন্দর দিয়ে কোটি কোটি টাকার মদ এবং বিয়ার আমদানি হয়েছে বলে অনেকেই ধারণা করছেন। আমদানিকারকরা কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এসব মদ আমদানি করছেন? তা নিয়েও জনমনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে।
একাধিক সূত্র জানায়, চীনের সাংহাই থেকে বিপুল পরিমাণ ক্যাপিটাল মেশিনারি নিয়ে এমভি কিউ জি শান নামের একটি মাদার ভ্যাসেল গত ৯ জুলাই ওই বন্দরের বহির্নোঙরে পৌঁছে। এরপর জাহাজ জটের কারণে জাহাজটিকে কয়েকদিন বহির্নোঙরেও অপেক্ষা করতে হয়। এরপর প্রয়োজনীয় কাজ শেষ করে ১৮ জুলাই জাহাজটি বন্দরের তিন নম্বর বার্থে বার্থিং নেয়। জাহাজটির লোকাল এজেন্ট রয়েল শিপিং লাইন্স নামের একটি কোম্পানি। চীন থেকে পায়রা অঞ্চলের বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে বিপুল পরিমাণ ক্যাপিটাল মেশিনারি আনা হয়। এর আগেও এই কোম্পানির নামে চালান বোঝাই অনেক জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। সবগুলোই ক্যাপিটাল মেশিনারি নামে অনেকটা শুল্কবিহীন সুবিধায় বন্দর থেকে খালাস করা হয়েছে। এবারও ক্যাপিটাল মেশিনারি বোঝাই করে আসা ৪শ’২৬ ফুট লম্বা এবং ৮.২ মিটার ড্রাফটের জাহাজটি বন্দরের তিন নম্বর বার্থে নোঙর করে পণ্য খালাস শুরু করে। বড় বড় কার্টন পরিবহন সুবিধার জন্য কর্ণফুলী নদীর দিকে খালাস করা হয়। জাহাজের পেছনে লাগানো লাইটারেজ জাহাজ এবং বার্জে বোঝাই করে চালানগুলো পায়রার দিকে পাঠানো হয়।
গত ২৩জুলাই বিকালে তিন নম্বর বার্জে কার্টন বোঝাই করা হচ্ছিল। জাহাজের ক্রেন দিয়ে বড় বড় কার্টনগুলো বার্জে নামানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ অভিযান চালায়। এ সময় মাদার ভ্যাসেল থেকে ১৭টি বড় কার্টন বার্জে নামানো হয়েছিল। কাস্টমস দল অভিযান চালিয়ে সবগুলো কার্টনই খোলে। শুধুমাত্র একটি কার্টনে কিছু মেশিনারিজ পাওয়া যায়। বাকি ১৬ কার্টনে শত শত মদের বোতল এবং বিয়ারের ক্যান পাওয়া যায়। একই সাথে নুডলস, চিপস, আচারসহ বিভিন্ন ধরনের চাইনিজ খাবারও পাওয়া যায়। কাস্টমস কর্তৃপক্ষ মদ এবং বিয়ার বোঝাই বার্জটি জব্দ করেছেন। একইসঙ্গে জব্দ করা হয়েছে এমভি কিউ জি শান নামের মাদার ভ্যাসেলটিও। এই জাহাজ বোঝাই পণ্য খালাসে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ২৪জুলাই চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ক্যাপিটাল মেশিনারিজের নামে জাহাজ বোঝাই মদ এবং বিয়ারসহ ঘোষণা বহির্ভূত পণ্য আসার বিষয়টি স্বীকার করেন। চীন থেকে আসা জাহাজটিতে এই ধরনের সর্বমোট ৬শ’৬৯টি বিশালাকৃতির কার্টন রয়েছে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের সব কার্টন পুরোপুরি পরীক্ষা করে ইনভেন্ট্রি করতে এক আরো অন্তত দশদিন সময় লাগতে পারে। ওদিকে সংঘবদ্ধ একটি প্রভাবশালী চক্র ঘটনাটিকে ধামাচাপা দিতে নানা জায়গায় দৌড়ঝাঁপ শুরু করেছে। একইসঙ্গে তারা অবৈধ ওই চালানটি বৈধ করতেও মরিয়া হয়ে উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, পণ্যগুলো খালাসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিপাশা ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্সী। ওই পণ্যগুলো পরিবহন করছে এএমএমএস লজিস্টিক নামের চট্টগ্রামের অপর একটি কোম্পানি। শহরের শেখ মুজিব রোডের লোকমান টাওয়ারে কোম্পানি দুটির অফিস। দুটি কোম্পানিই একই মালিকের বলে জানাগেছে। জাহাজে অভিযান পরিচালনাকারী চট্টগ্রাম কাস্টমসের একজন শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বছরের পর বছর ধরে এভাবে ক্যাপিটাল মেশিনারিজ আমদানি হয়েছে। বন্দরের জেটির পরিবর্তে কর্ণফুলী নদীতে চালানগুলো খালাস করে নানা গন্তব্যে নিয়ে যাওয়া হয়েছে। আমরা স্বপ্নেও ভাবিনি এমন ধরনের অনৈতিক কর্মকা- চলতে পারে। একের পর এক মদের বোতল এবং বিয়ারের ক্যান যখন বের করছিলাম তখন মনে হচ্ছিল বন্দরে মদের খনির সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট বিপাশা ইন্টারন্যাশনাল এবং এএমএমএস লজিস্টিকের মালিক শফিকুল আলম জুয়েলের অফিসের একজন কর্মকর্তা বলেন, আমরা স্যারকে (শফিকুল আলম জুয়েল) সমস্যা জানিয়েছি। তিনি বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন।
এর আগে বিগত ২০১৭ সালের ৬ মার্চ চীন থেকে আমদানি করা ক্যাপিটাল মেশিনারিজের আড়ালে ১৬ হাজার ১শ’৭০ বোতল মদের একটি বড় চালান ধরা পড়েছিল চট্টগ্রাম বন্দরে। বারো কন্টেনার বোঝাই ওই চালানটি ঢাকার একজন আমদানিকারক আমদানি করেছিলেন। এক কোটি টাকার ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা দিয়ে আনা ওই চালানে ১শ’৩৪ কোটি টাকা দামের মদ ছিল। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠান কাস্টমসের লোকদের চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে মেশিনারিজের আড়ালে বিপুল পরিমাণ মদ এবং বিয়ার আমদানি করেছিল। তবে এসব আমদানির সাথে জড়িত রাগববোয়ালরা বরাবরেই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। বিশিষ্টজনদের মতে, এভাবে মদ আমদানির পেছনে প্রভাবশালী চক্রসহ দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তারাও জড়িত থাকতে পারেন। তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা না নিলে এসব আমদানি প্রতিরোধ করা কঠিন হয়ে পড়বে।