নওগাঁর মান্দায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বেলা সাড়ে ১০ টার দিকে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
পরে পরিষদ চত্বরে ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।