দিনাজপুরের চিরিরবন্দরে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের মাঝাপাড়ায় ঘটেছে।
প্রত্যক্ষদর্শিসুত্রে জানা গেছে, মাঝাপাড়ার হামিদুল ইসলামের ছেলে ফাহিম হোসেন (৪) খেলার সময় বাড়ির পার্শ্বে পুকুরে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। সন্তানের খোঁজে মা খোঁজাখুজির বেশ কিছুক্ষণ পর পায়ের স্যান্ডেলসহ মরদেহ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।