ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্যার পানিতে ডুবে তারেক (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তারেক চরমছলন্দ মুদিপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে এবং চরমছলন্দ কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২ টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি আসার পথে তারেক ও তার দুই সহপাঠি কান্দাপাড়া হাকির বাড়ির খালে বন্যার পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে প্রবল ¯্রােতে তারেক বন্যার পানিতে তলিয়ে যায়। এলাকাবাসী প্রায় এক ঘন্টায় পর ঘটনাস্থল থেকে ১০০ গজ দুরে একটি গাছের শিকড়ের মধ্যে আটকে থাকা তারেকের লাশ উদ্ধার করে।