ময়মনসিংহের গফরগাঁওয়ে ছেলেধরা সন্দেহে স্থানীয় জনতা মোঃ রাকিব (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাড়া মোড়ে।
পরে থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে রাতেই ঐ যুবকের মা নার্গিস বেগম ঢাকা থেকে এসে ছেলেকে নিয়ে যান। মোঃ রাকিব লক্ষীপুর জেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাড়া মোড় এলাকায় এক যুবককে ঘুরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে ছেলে ধরা সন্দেহে আটক করেন। খবর পেয়ে গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল গিয়ে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আটক যুবক রাকিবের মা নার্গিস বেগম ঢাকার মুগদা এলাকায় একটি পোশাক কোম্পানিতে চাকরি করেন। পরে পুলিশ নার্গিস বেগমের সঙ্গে যোগাযোগ করলে তিনি রাতে এসে ছেলে রাকিবকে নিয়ে যান।
নার্গিস বেগম জানান, তার ছেলে রাকিব ২০১৩ সাল থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং প্রায় তিন মাস পূর্বে পশ্চিম লক্ষীপুর গ্রাম থেকে নিখোঁজ হয়।
গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, এলাকায় মানুষ সচেতন হচ্ছে। সন্দেহজনক যুবকটিকে আটক করলেও তারা মারধর না করে বরং পুলিশে খবর দেন।