ময়মনসিংহের গফরগাঁওয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মশক নিধন ও পরিচ্ছন্নতা কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন যন্ত্রের মাধ্যমে ওষুধ ছিটিয়ে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম মানিক, গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন, যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টু, সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শেখ আওরঙ্গ হেলাল, যুগ্ন-আহবায়ক রুবায়েত ইবনে হাকিম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, সলিম উলাহ মোস্তফা, ইসলামিয়া সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কাশেম, সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার রায়সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।