ময়মনসিংহের গফরগাঁওয়ে দেড়মাস বয়সী তাইয়্যোবা নামের এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দীঘা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাইয়্যোবাকে উপজেলা স্বাস্থ্য কমপে´ে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে একই বাড়িতে তাইয়্যোবার চাচী নিলুফা আক্তার (৩৫) কে অজ্ঞাত পরিচয় দূবৃত্ত গলা কেটে হত্যা চেষ্টা চালায়। এই ঘটনায় গফরগাঁও থানায় দায়ের করা মামলায় বাদী শিশু তাইয়্যোবার পিতা মেজবাহ উদ্দিন ধনু। তবে কি কারণে শিশু তাইয়্যেবাকে হত্যার চেষ্টা করা হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে থানা পুলিশ বলছে, পূর্ব শক্রতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
শিশু তাইয়্যোবার মা সুমি আক্তার (৩২) বলেন, বুধবার সকালে আমার দেড়মাস বয়সী শিশু কন্যাকে ঘুম পাড়িয়ে ঘরের বাইরে কাজ করতে যাই। তখন ঘরে আর কেউ ছিল না। আমার শিশুকন্যা চিৎকার শুরু করলে ঘরে ঢুকে আমি ও আমার শ^াশুড়ী রেজিনা খাতুন তাইয়্যেবার গলার নীচে বুকের কাছে ধারালো অস্ত্রের দুইটি আঘাত দেখতে পাই এবং শরীর থেকে রক্ত বের হতে দেখে তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপে´ে নিয়ে যাই। তাইয়্যোবা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপে´ে চিকিৎসাধীন রয়েছে।
শিশু তাইয়্যোবার পিতা মেজবাহ উদ্দিন ধনু জানায়, তাদের বাড়িতে কি কারণে পর পর এ ধরনের দুইটি ঘটনা ঘটেছে। তা তাদের জানা নেই। তার শিশু কন্যাকে আঘাত করে কাউকে পালাতে দেখেনি বাড়ির কেউ।
গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।