চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ/১৯ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, পৌর মেয়র আবদুর রশিদ খান ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নী, নাচোল থানার কর্মকর্তা ইন্চার্জ চৌধুরী জোবায়ের আহাম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দীন খান প্রমূখ। এদিন উপজেলার ৪টি ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এ কর্মসূচি পালিত হয়েছে।