দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সর্বস্তরের জনগণের মাঝে ছেলে ধরা গুজবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে গুজববিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা করছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। গতকাল বুবার থেকে পুলিশের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট-বাজার ও পাড়া-মহল্লায় ছেলে ধরা গুজববিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা শুরু করেছে।
পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, উপজেলার সর্বস্থরের লোকজনকে সতর্ক করার জন্যে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন হাট-বাজার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে প্রচারনা মূলক কার্যক্রম পরিচালা করা হচ্ছে। ছেলে ধরা গুজবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে গুজববিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএম বলেন, কোন রকম ভয় না পেয়ে ধৈর্য্যরে সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সচেতনতা মূলক আলোচনা সভা করছি। এ ছাড়া কোন রকম সন্দেহভাজন ব্যক্তির সন্ধান পাওয়া গেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া ভিত্তিহীন গুজবকে কেন্দ্র করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না রাখার পরামর্শও দেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ছেলে ধরা গুজব ঠেকাতে পুলিশের সচেতনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মাও. মো. শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, উপপরিদর্শক (এসআই) এমআর সাঈদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস কুমার রায় ও ইসলামিক ফাউন্ডেশনের এমএ মোস্তফা প্রমুখ। সভায় উপজেলার ইমাম ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়।