সৈয়দপুরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়ার পক্ষ থেকে গত ২৫ জুলাই শহরে মাইকিং করা হচ্ছে। প্রচার করা হচ্ছে বাসা বাড়িতে ৩ দিনের বেশি সময় পানি যাতে কোন পত্রে জমে না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। কারণ জমানো পানি থেকেই যে মশার জন্ম হয় ওই মশার কামড়ে ডেঙ্গু দেখা দেয়। তাই বাসাবাড়ি এবং বাড়ির আশপাশের এলাকা পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। সম্প্রতি ঢাকা শহরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন প্রান হারিয়েছে। তাই সচেতনতা স্বরুপ সারা দেশের ন্যায় সৈয়দপুর উপজেলায়ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারাভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে তিনি বলেন, বাসা বাড়ি ও আশপাশে ৩ দিনের বেশি জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়। আর ওই মশার কামড়ে ডেঙ্গু দেখা দেয়। যাতে আমরা বাসা বাড়ি ও আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রেখে ওই মশার জন্ম রোধ করতে পারি। তাহলে ওই রোগ থেকে আমরা রক্ষা পাবো।