জামালপুরে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। গত ২৫জুলাই বিকাল ৩ টা নাগদ যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি ১৩৪ সেঃমিটার থেকে বৃদ্ধি পেয়ে ১৫১সেঃমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন (পাউবোর)পানি মাপক গেজপাঠক আবদুল মান্নান ও নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী। অপর দিকে সরিষাবাড়ি উপজেলায় আওনা ইইনিয়নে স্কুলগামী শিক্ষার্থীদের একটি নৌকা ডুবিতে ৫জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীরা হলেন,উপজেলার পঞ্চাশি কালিকাপুর এলাকায় বাসিন্দা ফকরুল ইসলামের মেয়ে একদশ শ্রেনীর পড়-য়া শিক্ষার্থী সূবর্ণা আক্তার(১৮) এবং তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ঝুমা আক্তুর। একই এলাকার বাসিন্দা রিপন শিকদারের মেয়ে তৃতীয় শ্রেনীর পড়-য়া শিক্ষার্থী রভশি আক্তার, জবানুর রহমানে মেয়ে তৃতীয় শ্রেনীর পড়-য়া শিক্ষার্থী জান্নাত বেগম, ও মোস্তফার মেয়ে ৭ম শ্রেনীর পড়-য়া শিক্ষার্থী অন্তরা বেগম। প্রত্যক্ষ্যদর্শীরা জানায় স্কুলে শিক্ষার্থীরা একটি নৌকা যোগে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে পঞ্চাশি ঝিনাই নদীতে নৌকা ডুবির ঘটনাটি ঘটে। এ ব্যাপারে তারাকান্দির তদন্ত কেন্দ্রের আইসি মহব্বত হোসেন ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।
অপর দিকে ইসলামপুরের মোশাররফগঞ্জ-দেওয়ানগঞ্জ রেলে রুটে দিঘলকান্দি ৩১নং রেল ব্রিজ সংলগ্ন রেললাইনের প্রায় ৫০মিটার মাটি ধ্বসে রেললাইন অকেজু হয়ে পড়ায় ইসলামপুর-দেওয়ানগঞ্জের মাধ্যে ট্রেনচলাচল বন্ধ রয়েছে। এদিকে জেলা প্রশাসক কার্য্যালয়ের সুত্রে জানাগেছে জেলার সাতটি উপজেলার ৬৮ইউনিয়নের মধ্যে সর্বশেষ ৬২টি ইউনিয়ন ৮টি পৌর সভার মধ্যে ৭টি পৌরসভা বন্যা কবলিত হয়েছে। সারা জেলায় ২২লাখ ৯২হাজার ৬৭৪জন বসবাসকারি লোক সংখ্যার মধ্যে ১২লাখ ৮৩হাজার ৭৯০জন লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঘরবাড়ি ৭ হাজার ২৫০টি সম্পূর্ণরূপে এবং ৪৫হাজার ৫৮০টি বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২হাজার ৪৩টি নলকূপ এবং ৬১ হাজার ২৭টি ল্যাট্রিন বন্যার পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০.৭৫কিঃমিটার সম্পুর্ণ এবং ৬০.৫০কিঃমিটার আংশিক পাকা রাস্তা এবং ১৭.২৫কিঃ মিটার সম্পূর্ণ এবং ২০০কিঃমিটার আংশিক্ষ কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ২৮টি ব্রীজ/কালভাটসহ প্রায় ২১কিঃমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬৮১টি শিক্ষা প্রতিষ্ঠান,১৬৫টি ধর্মীয় প্রতিষ্ঠন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ সুত্রে জানাযায় সারা জেলায় বীজতলা,আখ,পাট,ভূটÍা,কাঁচা তরিতরকারিসহ ২৪ হাজার ২১০ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা জেলায় ২২ হাজার ৪৮৬টি পুকুরের মধ্যে ৮হাজার ৪২৫টি পুকুর ডুবে মাছ বেরিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারও মৎস চাষীরা।কিন্তা বেসরকারি হিসাব অনুযায়ী তার চেয়েও অনেক বেশী মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে চরম জনদুর্ভোগ পোহাচ্ছে। সর্বোপরি সরকারী সাহার্য্যই শুধু নয়, বরং সমাজের সকল বিত্তবান লোকদের সাধ্যনুয়ায়ী এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।
সারা জেলায় বন্যার পানিতে পড়ে এ পর্যন্ত মোট প্রায় ২২জন মারা গেছে।