যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ওয়েলডিং শ্রমিক চৌধুরী সাজু হত্যা মামলার অন্যতম আসামি জয়নাল হোসেন শান্তকে গ্রেফতার করেছে। সে সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের মোসাদ্দেক হোসেনের ছেলে। সাজু মঙ্গলবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালত ক অঞ্চল আমলী আদালতের বিজ্ঞ বিচারক শম্পা বসুর আদালতে স্বীকারোক্তি ও সহযোগীদের নাম উল্লেখ করে জবানবন্দি দিয়েছে।
যশোর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ডিবি পুলিশের কর্মকর্তা ইনচার্জ মারুফ আহম্মদের নেতৃত্বে এসআই আবদুল মালেক, এএসআই আলমগীর হোসেনসহ একদল পুলিশ সদর উপজেলার শানতলা এলাকা থেকে জয়নাল হোসেন শান্তকে গ্রেফতার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সে নয়ন চৌধুরী সাজু হত্যার বণর্না দেয়। সে পুলিশের কাছে স্বীকার করে জিসানের অন্যতম সহযোগী হিসেবে সাজুকে হত্যার সময় কে কিভাবে মারপিট করেছে তা বর্ণনা করে। এরপর মঙ্গলবার দুপুরে জয়নাল হোসেন শান্তকে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক শম্পা বসু’র আদালতে হাজির করা হলে শান্ত স্বেচ্ছায় সাজু হত্যার স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য, কয়েক মাস পূর্বে শহরের ওয়াপদা মিশনপাড়া বিমান অফিসের পাশে নয়ন চৌধুরী সাজুকে তৎকালীন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাল ছাবিল হোসেন জিসানের নেতৃত্বে তার সহযোগীরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় সাজুর ভাই বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় জিসানকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলা কোতয়ালি থানা থেকে ডিবিতে হস্তান্তর হবার পর পুলিশ মামলার আসামিদের সনাক্ত করতে সোর্স নিয়োগ করে। এরই প্রেক্ষিতে শান্ত আটক হয়।