সদর উপজেলার বিজয়নগর গ্রামে ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে চিহ্নিত চাঁদাবাজরা এক বিধবা নারীকে মারপিট করেছে। এ সময় তার গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সদর উপজেলার বিজয়নগর গ্রামের মৃত মোহাম্মদ আলী বিশ^াসের স্ত্রী গাজিরণ নেছা মঙ্গলবার রাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত মামলায় জানান, প্রায় ২ মাস পূর্বে সদর উপজেলার বিজয়নগর গ্রামের সামাদ বিশ^াসের ছেলে বিদ্যুৎ বিশ^াসসহ অজ্ঞাত ৪/৫জন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে গাজিরণ নেছার বাড়ি সংলগ্ন ৩ শতক জমির উপর দোকান করার চেষ্টা করে চাঁদাবাজ সন্ত্রাসী বিদ্যুৎ বিশ^াস। ২১ জুলাই রোববার সকাল ১০টায় চাঁদাবাজরা গাজিরন নেছাকে গালিগালাজ করলে তিনি প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল রানাসহ তার সহযোগী সন্ত্রাসীরা বিধবা গাজিরণ নেছাকে লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে। এ সময় তিনি পড়ে গেলে তার গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।