যশোর সদর উপজেলার মোবারককাটি গ্রাম থেকে ষোড়শী রাজিয়া খাতুনকে অপহরণের ২১ দিন পর কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে, যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের খান জাহান আলীর ছেলে মাহেন্দ্র চালক জুয়েল রানা সরদার।
সদর উপজেলার মোবারককাটি গ্রামের মৃত গোলাম রব্বানী মোড়লের ছেলে ইমান আলী মামলায় বলেছেন, তার মেয়ে রাজিয়া খাতুন ৫ম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেছে। কিছুদিন পূর্বে রাজিয়া খাতুন তার বড় বোন রাবেয়া বসরীর বাড়িতে কাঁঠাল নিয়ে মাহেন্দ্র গাড়িতে যাওয়ার সময় চালক জুয়েল রানার সাথে পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরে জুয়েল রানা মোবাইল ফোনের মাধ্যমে রাজিয়াকে বিয়ের প্রলোভন দেখাতো। গত ২ জুলাই সন্ধ্যা ৬ টায় রাজিয়া খাতুন বাড়ির সামনের রাস্তায় অবস্থানকালে মাহেন্দ্র চালক জুয়েল রানাসহ তার সহযোগী অজ্ঞাত ২/৩জন রাজিয়া খাতুনকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অপহৃতা যুবতীকে উদ্ধার করতে পারেনি।