যশোরের পুরাতন কসবা কাজীপাড়া থেকে একটি ইজিবাইক চুরি হয়েছে। মাত্র ১০ মিনিটের মধ্যে সংঘবদ্ধ চোরেরা ৭০ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা সার গোডাউনের এলাকার আছাদুলের বাড়ির ভাড়াটিয়া মৃত ইছার উদ্দিন মোড়লের ছেলে সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় সিরাজুল ইসলাম তার ইজিবাইকটি শহরের পুরাতন কসবা কাজীপাড়ার উত্তরা ফুড গেস্ট হাউজের সামনে রেখে তালা লাগিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। ১০ মিনিট পর এসে দেখেন তালা লাগানো ইজিবাইক নাই। মূহুর্তের মধ্যে চোরেরা গাড়িটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। সিরাজুল ইসলাম বিভিন্ন স্থাে খোঁজ করেও না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।