যশোরে পারিবারিক কলহে প্রভাতী (৩০) নামে এক নারী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। তিনি যশোরের চৌগাছা উপজেলার কয়েরপাড়া গ্রামের চঞ্চলের মেয়ে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও নিহতের লোকজন জানান, সোমবার সকালে প্রভাতী অভিমান করে কীটনাশক পান করেন। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।