রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৫জুলাই/২০১৯ আজ বৃহস্পতিবার। নির্বাচন সুষ্ঠ করতে সকল প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে। (আজ) গতকাল বুধবার বিকালের মধ্যে কলমা ইউপি’র ১০টি ভোট কেন্দ্রে নির্বাচনী উপকরন ও নির্বাচনী কাজে নিয়োজিত পিজাইডিং কর্মকর্তা সহকারী পিজাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টসহ নিরাপত্তা কর্মিরা স্ব-স্ব কেন্দ্রে পৌছে যান। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার জন্য ৬জন পুলিশ ও ১৭জন করে আনসার ও বিডিপি’র সদস্যরা নিয়োজিত থাকবেন। কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে অংশ নিয়েছেন আ.লীগ দলীয় নৌকা প্রতিকের প্রার্থী কলমা ইউনিয়ন আ.লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন এবং আ.লীগ নেতা একমাত্র স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম মটরসাইকেল প্রতিকে লড়ছেন। তবে, ভোটারদের মাঝে তেমন কোন উৎসাহ উদ্দীপনা নেই। তানোর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ২য় বার নির্বাচিত কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। গত ২০১৯ সালের ১০ফেব্রুয়ারি কলমা ইউনিয়নের চেয়ারম্যান পদ ছেড়ে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় পদটি শুন্য হয়। কলমা ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রে মোট ২৪ হাজার ৬শ’ ৫৬ জন এর মধ্যে পুরুষ ১১ হাজার ৯শ’ ৫১ জন এবং নারী ১২ হাজার ৭শ’০৫ জন।