"ব্যক্তি স্বার্থকে ভুলে যান, প্রশ্নপত্র ফাঁস ও ছেলে ধরা গুজবের বিরুদ্ধে রুখে দাড়ান" এই শ্লোগান বাস্তবায়নে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের উত্তরের উপজেলা তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশ্যে হাতে মাইক ও বিভিন্ন প্রচারমুলক ব্যানার নিয়ে পায়ে হেঁটে রওয়ানা দিয়েছেন দিনাজপুরের হাবিপ্রবি’র মেধাবী ছাত্র মোঃ সাইফুল ইসলাম শান্তি।
আবহাওয়া অনুকুলে থাকলে তিনি প্রতিদিন গড়ে ৪০ কিলোমিটার হাঁটতে চান। মানুষকে জাগাতে সচেতন করতে পথে পথে বিভিন্ন হাট বাজার আর শিক্ষা প্রতিষ্ঠানে হ্যান্ড মাইকে তার এ কর্মসূচির বক্তব্য তুলে ধরছেন।
মোঃ সাইফুল ইসলাম শান্তি পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলাহার গ্রামের আবদুল মতিনের ছেলে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের ছাত্র।
গত ২১জুলাই পঞ্চগড়ের তেতুলিয়া থেকে পায়ে হেটে বুধবার দিনাজপুরের বীরগঞ্জে আসেন। গতকাল বুধবার সকাল ১০ টায় সাইফুল ইসলাম শান্তি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বিজয় চত্বরে জনসচেতনতা বক্তব্য রাখেন। এরপর বীরগঞ্জ প্রতিদিন অনলাইন পত্রিকা অফিসে বসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে সকাল সাড়ে ১১টার দিকে সৈয়দপুর হয়ে টেকনাফে’র উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়।
সাইফুল ইসলাম শান্তি জানায়, বরগুনায় প্রকাশ্যে রিফাত হত্যা আমার হৃদয়ে নাড়া দিয়েছে, জাতিকে মেধা শূণ্য করার জন্য প্রশ্ন ফাঁসই যথেষ্ট অথচ প্রশ্নফাঁস বন্ধ হচ্ছেনা। আমি সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পায়ে হেঁটে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কক্সবাজার জেলার টেকনাফ যাচ্ছি। এছাড়াও বর্তমানে দেশে ছেলে ধরা গুজব চলছে এবিষয়েও আমি সচেতনতা মূলক কথা বলে যাবো।