ঝিনাইদহের হরিনাকু-ু উপজেলার ঐতিহ্যবাহী প্রিয়নাথ স্কুল এ- কলেজের বিজ্ঞান বাহক সিরাজুল ইসলামের বিদায়ী সংবর্ধনা বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। প্রিয়নাথ স্কুল এ- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক গদাধর জোয়ার্দ্দার, সহকারী শিক্ষক দেবেন্দ্রনাথ বিশ্বাস, খলিলুর রহমান ও হরিণাকু-ু প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সালাহ উদ্দীন আহাম্মেদ।