বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মুক্তাগাছা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা সমাপ্ত হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ী ময়মনসিংহের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সান্যাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব উল আহসান, উদ্যান উন্নয়ন কেন্দ্র মুক্তাগাছা উপ-পরিচালক লাইলা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঞা, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি ম্যানেজার প্রকাশ চাম্বুগং, মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৩৮ জনকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, গত সোমবার মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ¦ কে এম খালিদ এমপি।