সারা দেশে ‘ছেলেধরা’ ও ‘গলা কাটা’ গুজবে আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি করতে গণ সংযোগ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচীতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা প্রায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অপেক্ষামান অভিবাবক ও পদচারীদের মাঝে সচেতনতা মূলক পরার্মশ দেন ও লিফলেট বিতরণ করেন। শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় জনসচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ দ্বায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
আয়োজনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কাইফ ইসলাম বলেন, সচেতনতা তৈরিতে সকলকে সহয়তা করতে হবে। আমরা অবিভাবকের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা তাদের সন্তানদের দিয়ে আতঙ্কিত। অতিসত্বর পরিস্থিতি স্বাভাবিক হোক এই প্রত্যাশায় করি। আমরা রাজধানীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতার বার্তা পৌঁছে দিবো। সারা দেশের সচেতনা বৃদ্ধিতে ছাত্রদের এগিয়ে আসতে বলবো।
শিক্ষার্থীরা অভিভাবক ও পথচারীদের নিরাপদ থাকার জন্য বার্তা দিয়ে বলেন, নিজেরা অপরিচিত এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন। অপরিচিত এলাকায় গেলে সর্তক থাকুন।