যশোরে র্দুবৃত্তদের গুলিতে ইমরুল হোসেন (৩০) নামে এক মৎস্যঘের ব্যবসায়ি খুন হয়েছে। অসামাজিক কাজে বাধা দেয়ায় র্দুবৃত্তরা ইমরুলকে গুলি করে হত্যা করে। বুধবার দুপুরে সদর উপজেলার ভাতুড়িয়া-ডিগ্রি কলেজের ২শ গজ দক্ষিনে কালাবাঘা এলাকার একটি মৎস্য খামারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ইমরুল ভাতুড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে ও চাঁচড়া এলাকার হক ফিসের মালিক মোস্তফা কামাল হত্যা মামলার প্রধান আসামি।
ইমরুলের চাচা ইউনুস জানায়, যশোর সদর উপজেলার হরিণার বিল সংলগ্ন ভাতুড়িয়া কালাবাঘায় ইমরুলের বড় একটি মাছের ঘের রয়েছে। ওই ঘেরে বুধবার সকালে চাঁচড়া এলাকার পান্নু বাহিনীর সন্ত্রাসী আলী, রিংকু, আকিদুল, স্বাধীন, মোস্তসহ ৭/৮জন সন্ত্রাসী ভ্রাম্যমান পতিতা নিয়ে যায়। ইমরুলের ছোট ভাই ইসরাজুল ইসলাম তাদের অসামাজিক কার্যকলাপে বাধা দেয়। এতে সন্ত্রাসীা ক্ষিপ্ত হয়ে চলে যায়।
বেলা সাড়ে ১২টার দিকে ৪/৫টি মোটরসাইকেলে আলী, রিংকু, আকিদুল, স্বাধীন, মোস্তসহ ৭/৮জন চিহ্নিত সন্ত্রাসী ইমরুলের মাছের ঘেরে যেয়ে ইসরাজুলকে কোপাতে উদ্যত হয়। ছোট ভাই ইসরাজুলকে বাঁচাতে বাধা দিলে সন্ত্রাসীরা পিছন থেকে ধারালো দাঁঁ দিয়ে ইমরুলকে কোপ মারে। ইমরুল পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। গুলিটি বুকের বাম পাশে বিদ্ধ হলে ইমরুল মারা গেছে ভেবে সন্ত্রাসীরা চলে যায়। ছোট ভাই ইসরাজুল স্থানীয়দের সহযোগিতায় দুপুর একটার দিকে ইমরুলকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড গুলিটি বের করতে না পারায় তাকে ঢাকায় রেফার করে। অবস্থা আশংকাজনক হওয়ায় ইমরুলকে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়। বিকেল পৌনে তিনটার দিকে সার্জারী বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড ঘেরব্যবসায়ী ইমরুলকে মৃত ঘোষণা করেন।
ইমরুলের স্বজন লিটন জানায়,মাস ছয়েক আগে ভাতুড়িয়া ডিগ্রি কলেজের এক অনুষ্ঠানে আলী, রিংকু, আকিদুল, স্বাধীন, মোস্ত, ভাতুড়িয়ার যুবলীগ নেতা কাজল তার ছোট ভাই মাফিজুল ও খোকন নামে তিনজনকে কুপিয়ে মারাতœক জখম করে পান্নু বাহিনীর এই ক্যাডারা। এদের বিরুদ্ধে কোতয়ালি থানায় পান্নু হত্যা প্রচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিএনপির শাসনামলে জাতীয়তাবাদি জেলা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক আনসারুল হক রানার ক্যাডার ছিল এই পান্নু। বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে পান্নু নিজেই একটি বাহিনী গড়ে তুলেছে। বর্তমানে পান্নু শহরের পোষ্ট অফিস পাড়ার এক যুবলীগ নেতার ছত্রছায়ায় রয়েছে।
হত্যাকান্ডের খবর পেয়ে যশোরের পুলিশ সুপার মঈনুল হক, কোতয়ালি থানার নবগত ওসি মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার, হাসপাতালে আসেন। তারা নিহতের স্বজনদের সাথে কথা বলেন ও সন্ত্রাসীদের আটকের আশ্বাস দেন।
কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান ইমরুল হত্যাকান্ড সম্পর্কে বলেন, আসামি ধরার জন্য অভিযান চলছে। শুনেছি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে ইমরুলকে হত্যা করা হয়েছে। তবে প্রকৃত হত্যাকান্ডের ঘটনা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। এখনো মামলা হয়নি। মামলা হওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।