নীলফামারী পুলিশ লাইন্স একাডেমীর অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের নীলফামারী চেম্বার কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ বুধবার একাডেমীর হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার ও একাডেমির সভাপতি মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম পুরুস্কার বিতরন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, চেম্বার সভাপতি মারুফ জামান কোয়েল এবং চেম্বারের সিনিয়র সহসভাপতি ফরহানুল হক। প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি প্রদানের পাশাপাশি একাডেমির বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও নবাগত শিক্ষকদের বরণ করা ছাড়াও মেধা ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবকদের সাধে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে একাডেমীর সার্বিক উন্নয়নের দায়িত্ব পালনকারী অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারেছসহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার আতিকুর রহমান ও একাডেমীর শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেয়।