টানা ১৬ ঘন্টা পর বরিশাল অভ্যন্তরীন নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। নৌ-যান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেল সাড়ে চারটা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এতে যাত্রীদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল অঞ্চলের সভাপতি শেখ আবুল হাসেম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শ্রম অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা করেন। তিনি বলেন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে শ্রমিকদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে শ্রমিকদের ১১ দফা দাবী মেনে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
এদিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষনার পর পরই কীর্তনখোলা নদীর মাঝে বার্দিং করা লঞ্চগুলো পল্টুনে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি যাত্রী নিয়ে অভ্যন্তরীন রুটের নৌ-যানগুলো যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে।
উল্লেখ্য, বেতন-ভাতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন নৌ-বন্দরে নৌ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার বিচার, মেরিন আইনের যথাযথ বাস্তবায়ন, নৌ-পথে প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি প্রদান করা এবং দুর্ঘটনায় মৃত নৌ-শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারন করাসহ ১১ দফা দাবীতে বরিশালসহ সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করে নৌযান শ্রমিকরা। মঙ্গলবার দিবাগত রাত রাত ১২টা ১ মিনিট থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালন শুরু হয়। এর আগে গত ২০ জুলাই থেকে ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামে নৌ-যান শ্রমিকরা। ওইদিন বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে দাবী মেনে নেয়ার জন্য ধর্মঘটের হুশিয়ারী দিয়ে ২৩ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলো শ্রমিকরা। পূর্ব ঘোষনা অনুযায়ী মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি শুরু করা হয়। তবে ২২ ঁজুলাই ঢাকা থেকে ছেড়ে আসা এবং বরিশাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী নৌ-যানগুলো ধর্মঘটের আওতায় ছিলোনা। সকালে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়ার পর ওইসব লঞ্চের শ্রমিকরাও কর্মসূচিতে যোগদান করেন। এ কারণে বরিশাল থেকে অভ্যন্তরিন রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ছিলো।
বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এবং বরিশাল বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, সকালে ঢাকার লঞ্চ বরিশালে পৌঁছালেও শ্রমিক ধর্মঘটের কারণে অভ্যন্তরীন রুটের সকল লঞ্চ বন্ধ ছিলো। তবে বিকেল থেকে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল থেকে সকল রুটে চঞ্চ চলাচল শুরু করেছে।