“শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা, প্রতিবন্ধীদের ভাতা প্রদান, শেখ হাসিনারই অবদান” এই শ্লে¬াগানকে সামনে রেখে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরনের শুভ উদ্বোধন করেন, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবদুর রাফে খন্দকার শাহানশাহ। গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতা বহি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার শাহানশাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল আজম ও বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুল আউয়াল। চলতি বছর এ উপজেলায় ৭০১ জনকে বয়স্ক ভাতা, ১৫২ জনকে বিধবা ভাতা ও ২৬০ জনকে প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়।