মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে আগামি ঈদ-উল-আযহার পূর্বেই সরকারী শিক্ষক-কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ‘অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% আদেশসহ প্রজ্ঞাপন বাতিল’ এবং ‘মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ’ এর দাবিতে রংপুরে প্রতীকী অনশন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার শিক্ষক-কর্মচারী সদস্যবৃন্দ। গতকাল বুধবার সকাল ১১টায় ‘রংপুর প্রেসক্লাব’ চত্বরে এই প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), রংপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আতিয়ার রহমান প্রমাণিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী’র সঞ্চালনায় বক্তব্য উপস্থ্পন করেন উপদেষ্টা প্রবীণ শিক্ষক আবুল মুযন আজাদ, সহ-সভাপতি সফিকুল ইসলাম, মোঃ নুরুজ্জামান বকুল, মোঃ আমজাদ হোসেন, অঞ্চল সভাপতি মোঃ জাকারিয়া, প্রচার সম্পাদক রফিকুজ্জামান, মহানগর সভাপতি আয়েশা সিদ্দিকা, সাধারণ সম্পাদক শাহ মোঃ লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম সহ প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।